অ্যালজোলাম

সন্দীপ কুমার মণ্ডল

ঘুমিয়ে আছি অ্যালজোলাঠ®à§‡à¥¤
প্রেমিক চোখে ঘুম অচেনা, স্মৃতিগুলৠবড্ড নাছোড়,
হিসেব রেখো খরচ জমা-
ফাগুনবায়ে দূরত্ব সব, পলাশ রঙের বিষণ্ণতা।
বেমানান এই সাদা রুমাল পুরুষ চোখের ভিজে কোনে...
মুছে নেব অ্যালজোলাঠ®à§‡à¥¤

এক জীবনের বন্যা ভাসা শুকিয়ে গেছে সংগোপনে
চিঠি লেখা ছেড়ে দেব দূরত্ব আর নীরবতায়
আর কতটা নীরব হলে নীরবতার সংজ্ঞা জানা
ছাদের উপর চাঁদ জাগছে, রাত জাগছ সম্মোহনে।
চোখ বন্ধ অ্যালজোলাঠ®à§‡

ভিক্ষা নেব চার হাত মাটি, বিনিময়ে এই জীবনের
অগোছালো বাস্তুজমি, বীতশোকের তবিলদারি;
ধূপ জ্বালিও মাথার পাশে, উড়বে ধোঁয়া অভিপ্রায়েঠ°
হাত ছাড়ানোর শব্দ কেমন বসিয়ে দিও শূন্যস্থাঠে।
ঘুম কিনেছি অ্যালজোলাঠ®à§‡à¥¤

আবার কোনো বৃষ্টি এলে, বন্যা এলে এই ফাগুনে
চেয়ে নেব জন্ম-ভূমি, জল জমানো চোখের কোনে
মিশিয়ে দেব; স্বপ্ন কেনা সর্বনাশের আবাদভূমি।
অবশ চোখে ঘুমিয়ে আছি পুনর্জীবন সন্ধানে,
জেগে আছি অ্যালজোলাঠ®à§‡à¥¤

ফেসবুক মন্তব্য